এক দশক আগে করা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় গত ১৪ই সেপ্টেম্বর আদিলুর ও এলানকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেয়া হয়।
রায়ের বিরুদ্ধে আদিলুর ও এলানের করা আপিল ১০ই অক্টোবর শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। একই সঙ্গে জরিমানা স্থগিত করে তাদের জামিন মঞ্জুর করা হয়।