Site icon The Bangladesh Chronicle

 

দৈনিক ইত্তেফাক

 

ইত্তেফাক অনলাইন ডেস্ক

৩১ ডিসেম্বর ২০২২

https://www.ittefaq.com.bd/626315

পরীমণি ও তসলিমা নাসরিন

ঢাকার সিনেমার চিত্রনায়িকা পরীমণির জীবনের সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেয়েছেন বাংলাদেশ থেকে নির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। বিবাহবিচ্ছেদের ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার পর পরীমণির পাশে দাঁড়িয়েছেন তিনি।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে নিজের ফেসবুকে অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়ে দিলেন শরিফুল রাজের সঙ্গে তার বিচ্ছেদের কথা। যদিও ডিভোর্সের বিষয়ে সরাসরি কিছুই লেখেননি এই নায়িকা।

পরীমণি নিজের ফেসবুকে লেখেন, ‘আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও একটা অসুস্থ সম্পর্ক থেকে মুক্ত করলাম। জীবনে সুস্থ ভাবে বেঁচে থাকার তুলনায় জরুরি আর কিছু নেই।’

পরীমণির স্ট্যাটাস দেখে নিজের অতীত জীবনে ফিরে গেলেন তসলিমা নাসরিন।

তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘পরীমণির জীবনটা অনেকটা আমার জীবনের মতো। মানুষকে ভালোবাসে, বিশ্বাস করে, আঘাত পায়, কাঁদে, সরে আসে, আবার বিশ্বাস করে, আবার আঘাত পায়, আবার কাঁদে, আবার সরে আসে, আবার বিশ্বাস করে…। এ যেন একটা চক্রের মতো। সৎ, সরল এবং সংবেদনশীল মানুষই এই চক্রের মধ্যে পড়ে যায়।’

‘পরীমণি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও যদি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে একা বাঁচতে না পারে, তবে আর পারবে কে? আমি পেরেছি। আরও অনেকেই পেরেছে। নিজেকে ভালোবাসলে পারা যায়। আমাদের তো এই দোষ, আমরা নিজেকে ভালোবাসি না। জগতের আর কোনো প্রাণী নয়, এই আমরা মেয়েরাই আমাদের আততায়ীকে ভালোবেসে তার সঙ্গে এক ঘরে, এক ছাদের তলায় বাস করি!’

এর আগে, বোট ক্লাব কাণ্ডের সময়ও পরীমণির পাশে দাঁড়িয়েছিলেন তসলিমা নাসরিন। ওই ঘটনায় তখনও পরীমণির পক্ষে বেশ সরব থাকতে দেখা যায় তসলিমা নাসরিনকে।

 

Exit mobile version