আল জাজিরার বিশেষ প্রতিবেদন : রাতে জুরাইনে দাফন করা হয় শাপলা চত্বরে নিহত ১৪ মুসল্লির লাশ
কাতারভিত্তিক খ্যাতনামা টিভি স্টেশন আল জাজিরা জানিয়েছে, মতিঝিলের শাপলা চত্বরে নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি বাংলাদেশ সরকার।
চ্যানেলটির কাছে যে নতুন ভিডিও ফুটেজ এসেছে তাতে দেখা যাচ্ছে নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি।
মঙ্গলবার রাতে এই খবর প্রচার করে আল জাজিরা। চ্যানেলটির ওয়েবসাইটেও খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, শেষ রাতে গাড়ীতে লাশ তোলা হচ্ছে।
জুরাইন কবরস্থানের কবর খননকারী আবদুল জলিল জানান, সেই রাতে তিনি ১৪ জন দাড়িওয়ালা লোককে কবর দিয়েছেন। তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার বলছে, ৬ মে ভোররাতে অপারেশন ফ্লাশ আউটে কোনো মুসল্লি মারা যায়নি।
হেফাজতে ইসলামের নেতারা বলেছেন, ঘুমন্ত ও ইবাদতরত মুসল্লিদের ওপর গুলিতে অন্তত ৩,০০০ লোক নিহত হয়েছে।
এশিয়ার হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, নিহতের সংখ্যা ২,৫০০ এরও বেশি হতে পারে।
বাংলাদেশের খ্যাতনামা মানবাধিকার সংগঠন অধিকার বলেছে, শাপলা চত্বরে শত শত লোককে হত্যা করা হয়েছে। এরপর ট্রাক ও কাভার্ড ভ্যানে করে লাশ সরিয়ে ফেলা হয়েছে।
প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্ট বলছে, অন্তত ৫০ জন লোক নিহত হয়েছে শাপলা চত্বরে।
Source: Amardesh Online