Site icon The Bangladesh Chronicle

৯ ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি ১৮ হাজার কোটি

ন্যাশনাল-ব্যাংক,-ফার্স্ট-সিকিউরিটি-ইসলামী-ব্যাংক,-সোশ্যাল-ইসলামী-ব্যাংক,-ইউনিয়ন-ব্যাংক,-কমার্স-ব্যাংক,-এক্সিম-ব্যাংক,-ইসলামী-ব্যাংক,-পদ্মা-ব্যাংক-ও-আইসিবি-ইসলামী-ব্যাংকবেসরকারি খাতের ৯টি বাণিজ্যিক ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই ব্যাংকগুলো হলো ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা এ তথ্য নিশ্চিত করেন।

হুসনে আরা শিখা বলেন, ‘ব্যাংকগুলোর প্রিন্সিপাল হিসাবে টাকার পরিমাণ প্রতিদিনই পরিবর্তন হচ্ছে। তাই ব্যাংকভিত্তিক তথ্য দেওয়া সম্ভব নয়। তবে এসব ব্যাংকের সমন্বিত ঘাটতি প্রায় ১৮ হাজার কোটি টাকার মতো।’

জানা গেছে, এসব ব্যাংকের মধ্যে তারল্যসংকটে থাকা পাঁচটি ব্যাংককে গ্যারান্টি দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি হয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তুলনামূলকভাবে ভালো ব্যাংক থেকে ধার নিতে পারবে এসব ব্যাংক। এ ছাড়া এক্সিম ও ইসলামী ব্যাংক আবেদন করলেও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে গ্যারান্টি চুক্তি হয়নি। আর পদ্মা ও আইসিবি ইসলামী ব্যাংক এখন পর্যন্ত কোনো আবেদনই করেনি।

তারল্যসংকটে থাকা ব্যাংকগুলো কী পরিমাণ তারল্যসহায়তা নিতে পারবে, তা ঠিক করে দেবে কেন্দ্রীয় ব্যাংক। দুর্বল ব্যাংকগুলো আন্তব্যাংক মুদ্রাবাজার থেকে নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে। বাংলাদেশ ব্যাংক সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করছে। বাজারের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে। এর ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি প্রভাব পড়বে না।

Ajker Patrika

Exit mobile version