Site icon The Bangladesh Chronicle

৬৩ বছরের রেকর্ড ভাঙলেন লিটন ও মুশফিক

লিটন দাস ও মুশফিকুর রহিম। – ছবি : সংগৃহীত


ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ২৪ রানে ৫ উইকেটের পতনের পর বাংলাদেশ দলের ইনিংস মেরামতে নেমে ৬৩ বছরের টেস্ট ক্রিকেটের রেকর্ড ভেঙে দিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। মাত্র ২৫ বা এর কম রানে প্রথম ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশ দলের হয়ে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশীপ গড়েছেন এই দুই টাইগার ব্যাটসম্যান।

এই সময় তারা ভেঙে দিয়েছেন উইলস মাথিয়াস ও সুজাউদ্দিনের রেকর্ড। ১৯৫৯ সালের ৬ মার্চ ঢাকা স্টেডিয়ামে (বর্তমানে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর ৮৬ রান যোগ করেছিলেন তারা।

এবার বাংলাদেশ দলের এই দুই ব্যাটসম্যান এখানেই থেমে যায়নি। সাবলীল ব্যাটিংয়ের মাধ্যমে বাংলাদেশের ষষ্ঠ উইকেট জুটির ১৯২ রানের রেকর্ডও ভেঙে দিয়েছেন তারা।

এর আগে হওয়া ১৯১ রানের সর্বোচ্চ রানের রেকর্ডেরও অংশীদার ছিলেন মুশফিক। ২০০৭ সালে কলোম্বোয় আশরাফুলকে নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডটি গড়েছিলেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরের এ টেস্টে সোমবার দিন শেষে মুশফিক-লিটন অপরাজিত আছেন ২৫৩ রানে।

সূত্র : বাসস

Exit mobile version