Site icon The Bangladesh Chronicle

৫ বছর পর সাকিবের ব্যাটে সেঞ্চুরি, ৭ ছক্কা ও ৯ চারে ১০৭

৭৩ বলে সেঞ্চুরি করেন সাকিব আল হাসান

সেঞ্চুরির স্বাদটা ভুলেই গিয়েছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক বা ঘরোয়া, টেস্ট, ওয়ানডে, টি–টোয়েন্টি কিংবা ‘লিস্ট এ’—কোনো পর্যায়েই ২০১৯ সালের পর তিন অঙ্কের ইনিংস খেলতে পারেননি তিনি। অবশেষে অপেক্ষা ঘুচল আজ।

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন সাকিব। বিকেএসপিতে ৭৯ বলে ১০৭ রান আসে তাঁর ব্যাট থেকে। ইনিংসে ৯টি চারের সঙ্গে ৭ ছক্কা।

সাকিবের সেঞ্চুরিটি এসেছে এমন দিনে, যখন চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। প্রথম তিন ম্যাচের দল ঘোষণায় নির্বাচকেরা জানিয়েছিলেন, আপাতত ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে চান সাকিব।

এবারের লিগে শেখ জামালে যোগ দেওয়া সাকিব আজকের আগে খেলেছিলেন ৪ ম্যাচ। আজ পঞ্চম ম্যাচে মাঠে নেমেই খেলেন ঝোড়ো ইনিংস। অথচ শুরুটা করেছেন ধীরে। ২৯ বলে ২১ রান তোলার পর হাত খোলা শুরু করেন মাসুম খানকে লং অফের ওপর দিয়ে ছয় মেরে।

সেখান থেকে পঞ্চাশে পৌঁছান ৪৩তম বলে। পরের পঞ্চাশ তুলতে খেলেছেন ৩০ বল।

৭৩ বলে তিন অঙ্ক ছুঁয়ে দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান ঘটান সাকিব। ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি তাঁর দশম সেঞ্চুরি। তবে ওয়ানডের ৯ সেঞ্চুরি বাদ দিলে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেটে এটিই প্রথম।

যে কোনো সংস্করণে সাকিবের সর্বশেষ সেঞ্চুরি ছিল ২০১৯ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টন্টনে।

সাকিবের ১০৭ রানের ইনিংসটি থামে আবদুল গাফফারকে উড়িয়ে মারতে গিয়ে শেখ জীবনের ক্যাচ হয়ে। সাকিবের সেঞ্চুরির দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৮ তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

ফতুল্লায় মোহামেডানের বিপক্ষে সেঞ্চুরি করেছেন আবাহনীর মোসাদ্দেক হোসেনও। ১০১ বলে ১০ ছয় ও ৮ চারে ১৩৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটসম্যান। প্রথমে ব্যাট করে মোহামেডানকে ৩০৪ রানের লক্ষ্য দিয়েছে এরই মধ্যে শিরোপা নিশ্চিত করে ফেলা আবাহনী।

prothom alo

Exit mobile version