Site icon The Bangladesh Chronicle

৫০০ টন সার নিয়ে মোংলায় ডুবল জাহাজ

চ্যানেল দিয়ে নৌ-চলাচল স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত রয়েছে বলে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

<div class="paragraphs"><p>ফাইল ছবি</p></div>

ফাইল ছবি

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
 25 Jan 2023

মোংলা বন্দরের পশুর চ্যানেলের হারবাড়িয়া এলাকায় ৫০০ মেট্রিক টন সার বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে; উদ্ধার করা হয়েছে জাহাজটির আট কর্মীকে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে বিদেশি একটি বাণিজ্যিক জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় এমভি শাহজালাল এক্সপ্রেস।

জাহাজটি মূল চ্যানেলে ডুবলেও ওই পথ দিয়ে নৌ-চলাচল স্বাভাবিক ও ঝুঁকিমুক্ত রয়েছে বলে জানিয়েছেন তিনি।

ক্যাপ্টেন শাহীন মজিদ বলেন, মঙ্গলবার রাতে বন্দর চ্যানেলের হারবাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ মেট্রিক টন সার (এমওপি) নিয়ে ছেড়ে আসে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস।

হারবার মাস্টার বলেন, ডুবে যাওয়া জাহাজটির ফিটনেস সার্টিফিকেট হালনাগাদ ছিল। বুধবার সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিং করার জন্য হারবার বিভাগের একটি টিম পাঠানো হয়েছে।

তারা পাশে থাকা এমভি নয়ন শয়ন ও মাহমুদ রায়হান কার্গো জাহাজে রয়েছেন বলে জানান তিনি।

Exit mobile version