Site icon The Bangladesh Chronicle

৫শ’ মণ মিষ্টি দিয়ে নতুন মেয়রের অতিথি আপ্যায়ন

দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, গাজীপুর

১১ সেপ্টেম্বর ২০২৩

রাজকীয়ভাবে নতুন মেয়র জায়েদা খাতুনকে বরণ করে নেয় নেতাকর্মীরা। ছবি: জনকণ্ঠ

গাজীপুর সিটি কর্পোরেশনে নতুন মেয়র ও কাউন্সিলরদের অভিষেক ও দোয়া মাহফিলে আগত নেতাকর্মী ও অতিথিদের ৫শ’ মণ মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়েছে।

লক্ষাধিক মানুষের উপস্থিতিতে বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত বরণ অনুষ্ঠানটি ছিল জাঁকজমকপূর্ণ ও রাজকীয়।

নতুন মেয়র জায়েদা খাতুনের পুত্র সাবেক মেয়র জাহাঙ্গীর আলম জানান, আমার মা মেয়র জায়েদা খাতুনের অভিষেক অনুষ্ঠানে আসা মানুষদের মিষ্টি মুখ করাতে দেশের নানা স্থান থেকে ৫শ মণ মিষ্টি এনে অনুষ্ঠানে আসা সব অতিথিদের মিষ্টি মুখ করানো হয়।
 এসআর

 

Exit mobile version