Site icon The Bangladesh Chronicle

‘৩ কোটি মানুষ না খেয়ে মরে যেতে পারে’

করোনাভাইরাসের প্রকোপের ফলে গোটা বিশ্বই কার্যত লকডাউন অবস্থায় আছে। এতে করে সবচেয়ে বিপদে আছেন নিম্ন আয়ের মানুষেরা। করোনা ফলে বিশ্ব অর্থনীতিও ভয়াবহ রকমের বিপর্যয়ের সন্মুখীন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে ১৮৫টি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার মধ্যে ৮২টি দেশ পুরোপুরি বা আংশিকভাবে লকডাউন প্রয়োগ করেছে।

কিন্তু এই লকডাউনে পুরো অর্থনীতি অচল হয়ে পড়ার কারণে বিশ্বের অনেক দেশ লকডাউন শিথিল করার কথা ভাবতে শুরু করেছে।

বিশ্ব খাদ্য সংস্থা সতর্কবাণী দিয়েছে যে, অর্থনীতি এভাবে চলতে থাকলে বিশ্বের অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে।

আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল পূর্বাভাস দিয়েছে যে, করোনাভাইরাসের কারণে অর্থনীতি স্থবির হয়ে পড়ায় বিশ্বের প্রবৃদ্ধি তিন শতাংশ হারিয়ে যেতে পারে। বিবিসি।

Exit mobile version