Site icon The Bangladesh Chronicle

৩৯ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন যুবরাজ!

নয়া দিগন্ত অনলাইন

৩৯ বছর বয়সে ক্রিকেটে ফিরছেন যুবরাজ! – ছবি : সংগৃহীত


এমএস ধোনির নেতৃত্বে ২০১১ বিশ্বকাপ শিরোপা জয় করেছিলেন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং। ২০১৯ সালের জুনে তিনি ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। কিন্তু ফের তিনি মাঠে ফেরার ইঙ্গিত দিয়ে বিষ্মিত করেছেন ক্রিকেট বিশ্বকে।

সোমবার রাতে নিজের ইনস্টিগ্রাম একাউন্টে এই বোমাটি ফাটিয়েছেন ৩৯ বছর বয়সি সাবেক ভারতীয় অল রাউন্ডার। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি মাঠে ফেরার ইঙ্গিত দিযেছেন। তবে তিনি ভারতীয় দলে ফিরতে চান, নাকি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ফিরতে চান সেটি এখনো পরিস্কান নয়।

২০১৭ সালে কটকে ইংল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের হয়ে নিজের সর্বশেষ সেঞ্চুরি হাকানোর ভিডিও ফুটেজের সাথে যুবরাজ লিখেছেন, ‘সৃস্টিকর্তা আপনার ভাগ্য নির্ধারক। দর্শকের দাবীর কারণে আগামী ফেব্রুয়ারিতে আমি মাঠে ফেরার আশা করছি। এই অনুভুতির মত কিছু নেই। আমার প্রতি আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। দলকে সমর্থন অব্যাহত রাখুন। কারণ এটি আমাদের দল। কঠিন সময়েও সত্যিকারের সমর্থকরা তাদের সমর্থন অব্যাহত রাখে।’

২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়া পাঞ্জাবের যুবরাজ ২০১৯ সালের ১০ জুন ক্রিকেটকে বিদায় জানান। ২০০০ সালের অক্টোবরে অভিষিক্ত বাঁ হাতি এই অল রাউন্ডার ভারতের হয়ে ৩০৪টি ওয়ানডে ও ৪০টি টেস্ট ম্যাচ খেলে সংগ্রহ করেছিলেন যথাক্রমে ৮৭০১ ও ১৯০০ রান। বাঁ হাতি এ স্পিনার ওয়ানেড ক্রিকেটে নিয়েছেন ১১১টি উইকেট।

ব্যাঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালের ১ ফ্রেবুয়ারি সর্বশেষ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন । জাতীয় দলের হয়ে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৭ সালের ৩০ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

Exit mobile version