Site icon The Bangladesh Chronicle

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১৩ জন

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ১৩ জন – প্রতীকী ছবি

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে দেশে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার আরো ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

স্বাস্থ্যসেবা অধিদফতরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত প্রায় ৪০৬ জন রোগী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জানুয়ারি থেকে এই পর্যন্ত প্রায় ১ হাজার ৩৬০ রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে ৯৫১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

রোববার ডিজিএইচএসের মুখপাত্র প্রফেসর ড. নাজমুল ইসলাম করোনাভাইরাস সম্পর্কিত নিয়মিত বুলেটিনে ডেঙ্গু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

ডা: নাজমুল বলেন, সারাদেশে মশা নিয়ন্ত্রণের জন্য দায়বদ্ধ ব্যক্তিরা যদি সর্বাত্মক চেষ্টা না করেন তবে পরিস্থিতি আরো অবনতি হতে থাকবে।

তিনি আরো বলেন, কারো জ্বর হলে করোনার পাশাপাশি তাদের ডেঙ্গু পরীক্ষাও করা উচিত।

Exit mobile version