Site icon The Bangladesh Chronicle

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১ হাজার ৬৬২ জন

দেশজুড়ে পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রতীকী ছবি

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৪১ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া বাকি ৬২১ জনকে অন্যান্য ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানের সময় একটি ৭.৬৫ বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

Exit mobile version