Site icon The Bangladesh Chronicle

২৩ ও ২৮ মে ১০ মহানগরে বিএনপির পদযাত্রা

২৩ ও ২৮ মে ১০ মহানগরে বিএনপির পদযাত্রা

 আমার দেশ
১৮ মে ২০২৩

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভীর কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি

আগামী ২৩ ও ২৮ মে ঢাকা ছাড়া বাকী ১০ মহানগরীতে মহানগরীতে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। ১০ দফা দাবী আদায়ের লক্ষ্যে এই পদযাত্রা কর্মসূচি।

বৃহস্পতিবার (১৮ই মে) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদ এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ১০ দফা দাবিতে বুধবার আমরা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পদযাত্রা কর্মসূচি পালন করেছি। আমাদের কর্মসূচি সফল হয়েছে। একই দাবিতে আগামী ২৩ ও ২৮ মে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ব্যতীত বাকি ১০টা মহানগরে এ কর্মসূচি পালিত হবে।

তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অধীনস্থ আদালত এবং সরকারের অবজ্ঞা, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং, আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আব্দুস সালাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গতকাল বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করেছে। এতে সাধারণ মানুষের বিপুল সমাগম ঘটে।

Exit mobile version