প্রথমবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের হারিয়ে এই শিরোপা জিতেছে যুবা টাইগাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সামনে রেখে শিরোপা জয়ী ওই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দলে থাকা ক্রিকেটাররা বোর্ডের থেকে ১ লাখ টাকা করে অর্থ পুরস্কার পেয়েছেন। সাপোর্ট স্টাফদের দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে অর্থ পুরস্কার। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে খেলোয়াড় ও স্টাফদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। বিষয়টি বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশকে এশিয়া কাপ এনে দেওয়া যুবা দল দক্ষিণ আফ্রিকায় আগামী ২০ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু করবে। আসর শুরু হবে তার একদিন আগে। এর আগে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ।