Site icon The Bangladesh Chronicle

১৯৯২ ইং সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সফরে যান।

30 May 2023
১৯৯২ ইং সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারত সফরে যান। দুই দেশের প্রধানমন্ত্রীর সাক্ষাতের সময়ে বাংলাদেশ থেকে অবৈধ অভিবাসীরা ভারতে গিয়ে বসবাস করছে এই ব্যাপারে ইঙ্গিত করে ভারতের
প্রধানমন্ত্রী নরসিমা রাও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন,—
“ম্যাডাম, আপনি যদি এখন গুজরাটে গিয়ে আপনার মাতৃভাষায় একটি জনসভায় বক্তব্য দেন তাহলে কমপক্ষে ২৫,০০০ লোক আপনার বক্তব্য শুনতে আসবে “
উত্তরে বেগম খালেদা জিয়া বলেন,—
“আপনি আপনার দেশের বাঙালীদের সাথে বাংলাদেশীদের গুলিয়ে ফেলেছেন। ভারতের বাঙালিরাও বাংলা বোঝে, বাংলায় কথা বলে – তার মানে এই না যে তারা বাংলাদেশ থেকে এসেছে “
➤ এই ঘটনার পর থেকে বেগম খালেদা জিয়ার সাথে ভারত সরকারের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। একমাস পরে প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের রিটার্ন ভিজিটে ঢাকা আসার কথা ছিল। কিন্তু খালেদা জিয়া যতদিন ক্ষমতায় ছিলেন ততদিনে নরসিমা রাও বাংলাদেশে আসেননি।
➤ এছাড়া, তখন মেজর সাঈদ ইস্কান্দারের পরামর্শে ও তত্ত্বাবধানে ভারতের মিজোরামে ও আসামের বিদ্রোহীদের অস্ত্র ও প্রশিক্ষন দিয়ে সহায়তা করা হয়, ভারতকে চাপে রাখার জন্য, কাউন্টার করার জন্য। কারন, ভারত তারো বহু আগ থেকেই পার্বত্য অঞ্চলে শান্তিবাহিনীর গেরিলাদের মদদ দিয়ে আসছিলো। বহুবার বাংলাদেশের তরফ থেকে ভারতকে মদদ দেয়া বন্ধে অনুরোধ করা হলেও ভারত তাতে কর্ণপাত করেনি। ফলশ্রুতিতে, বাংলাদেশ ভারতকে পাল্টা কাউন্টার করতে এ ব্যবস্থা নেয়। ফলে,তখন ভারত সরকার অনেকটা চাপের মুখে ছিলো।।।
➤ ভারত ,বহু বছর আর অবৈধ বাংলাদেশি প্রত্যাবাসনের অভিযোগ বা NRC করতে পারেনি। কারন, তারা নিজেরাই তখন উলফাকে সামলাতে হিমশিম খাচ্ছিলো।
সুত্র : [ ভারত বাংলাদেশ অভ্যন্তরীণ রাজনীতি : গঙ্গা নদীর পানি ইস্যু’; পুনম পাণ্ডে, পৃষ্ঠা : ২১ ]
Exit mobile version