Site icon The Bangladesh Chronicle

১৭ বছর পর পাকিস্তান আসছে ইংল্যান্ড

১৭ বছর পর পাকিস্তান আসছে ইংল্যান্ড। – ছবি : সংগৃহীত।


১৭ বছর পর পাকিস্তানে আসছে ইংল্যান্ড। এর আগে সবশেষ ২০০৫ সালে পাকিস্তান সফর করেছিল ইংলিশরা। আগামী সেপ্টেম্বরে পাকিস্তান পা রাখবে দলটি।

মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের পাকিস্তান সফরটা গত বছরই হয়ে যেতে পারত। বিশ্বকাপের আগ মুহূর্তে খেলার কথা ছিল দুই দলের। তবে সেই সিরিজের ঠিক আগে নিউজিল্যান্ড নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান ছাড়ে একটি ম্যাচও না খেলে। এরপরই ইংল্যান্ড তাদের সফর বাতিল করে দেয়।

২০২২ সালে আবারো তাদের পাকিস্তান সফরের সূচি নির্ধারিত হয়েছে। তবে পাকিস্তানের মাটিতে দুই ধাপে এই সফর সম্পন্ন করবে ইংলিশরা। প্রথম ধাপটা অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে। আগামী ২০ সেপ্টেম্বর শুরু হবে দুই দলের ৭ ম্যাচের টি-টোয়েন্টির সিরিজ। সবকটি ম্যাচ হবে করাচি আর লাহোরের দুই ভেন্যুতে।

এরপর দুই দলই অস্ট্রেলিয়ায় ছুটবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। বিশ্বকাপ শেষ করে ডিসেম্বরে আবার পাকিস্তানে ফিরবে ইংলিশরা। তখন খেলা হবে সিরিজের তিন টেস্ট। সম্প্রতি বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক জাকির খান এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, ‘গেল মার্চ-এপ্রিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে আমরা আমাদের পরিকল্পনা আর প্রায়োগিক ক্ষমতা দেখিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, ২০০৫ সালের পর প্রথমবারের মতো যখন ইংল্যান্ড সফরে আসবে, তখনও আমরা এর পুনরাবৃত্তি ঘটাতে পারব।’

Exit mobile version