Site icon The Bangladesh Chronicle

১৭ জনের কোন দু’জন বিশ্বকাপে বাদ

১৭ জনের কোন দু’জন বিশ্বকাপে বাদ 
সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার টি২০ দলের নিয়মিত খেলোয়াড়। জিম্বাবুয়ে সিরিজে না খেললেও বিশ্বকাপে এ তিনজনের কারোই যাওয়া আটকাবে না। তবু বিসিবির নির্বাচক প্যানেল জিম্বাবুয়ে সিরিজের শেষ দিকে তাদের ম্যাচ খেলাতে চায়।

এই তিনজনকে বাদ দিয়ে জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য ১৪ জনের দল ঘোষণা করেছেন নির্বাচকরা। সাকিব-মুস্তাফিজ-সৌম্যর নাম যুক্ত করলে সংখ্যাটা দাঁড়ায় ১৭ জন। এই ১৭ জন থেকেই বিশ্বকাপের জন্য ১৫ জনের দল বেছে নেবেন নির্বাচক কমিটি। যার অর্থ জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে আছেন এমন দু’জন বিশ্বকাপ দলে থাকবেন না।

১ জুন থেকে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের যৌথ বিশ্বকাপ। সেখানকার উইকেট-কন্ডিশন মাথায় রেখে নির্ধারণ করা হবে দল। বিশ্বকাপের দলে একজন স্পিনার নাকি পেসার বেশি রাখা হবে তা নির্ভর করবে কন্ডিশনের ওপরই। দলের সমন্বয়কের কারণে আফিফ হোসেন ও পারভেজ ইমন এবং স্পিনার তানভীর ইসলাম ও পেসার তানজিম সাকিবের মধ্যে দু’জনকে বেছে নেওয়া হতে পারে।

সর্বশেষ টি-২০ বিশ্বকাপের দলে ছিলেন সাকিব আল হাসান। তার সঙ্গে বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদও ছিলেন দলে। ম্যাচও খেলেছিলেন তিনি। আবার ভারতে সর্বশেষ পঞ্চাশ ওভারের বিশ্বকাপেও সাকিবের সঙ্গে বাঁ-হাতি স্পিনার হিসেবে নাসুম ছিলেন। এবারের বিশ্বকাপ দলে তিনি থাকছেন না। তার জায়গায় বাঁ-হাতি স্পিন কোটায় তানভীর জায়গা পেয়ে যেতে পারেন।

টপ অর্ডারে লিটন-সৌম্য ও তানজিদ থাকায় পারভেজ ইমনের সুযোগ নাও মিলতে পারে। বলটা আফিফের কোর্টেই তাই বেশি। পেস আক্রমণে শরিফুল-তাসকিন ও মুস্তাফিজের বিশ্বকাপ দলে থাকাটা নিশ্চিত। তাদের সঙ্গে পেস অলরাউন্ডার সাইফউদ্দিন যুক্ত হবেন। অপেক্ষাকৃত স্পিন সহায়ক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশনে পঞ্চম পেসারের দরকার না পড়ার সম্ভাবনাই বেশি। তানজিম সাকিব তাই ১৫ জনের দলের বাইরে থেকে যেতে পারেন।

এরই মধ্যে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে। দেশের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে, আইসিসির কাছে বিশ্বকাপের দল পাঠিয়ে দিয়েছে বিসিবি। বোর্ডের প্রধান নির্বাচক লিপু বিষয়টি নিয়ে সমকালকে এর আগে জানিয়েছিলেন, বিশ্বকাপের চূড়ান্ত দল জিম্বাবুয়ে সিরিজ শেষে অর্থাৎ ১৩ মে দেওয়া হবে। তবে নিয়ম রক্ষায় ১৯-২০ জনের একটা দল আইসিসি’কে পাঠিয়ে দেওয়া হবে।

বাংলাদেশের সম্ভাব্য টি২০ বিশ্বকাপে দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

samakal

Exit mobile version