Site icon The Bangladesh Chronicle

১৬ বছরে চীনা মুদ্রার রেকর্ড দরপতন

ছবি: রয়টার্স ফাইল ফটো

পিপলস ব্যাংক অব চায়নার শত চেষ্টা সত্ত্বেও মার্কিন ডলারের বিপরীতে চীনের মুদ্রা ইউয়ানের দাম এখন গত ১৬ বছরের মধ্যে সর্বনিম্ন।

আজ শনিবার জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার মুদ্রাবাজারে ডলারের বিপরীতে ইউয়ানের দাম ছিল ৭ দশমিক ৩২। গতকাল তা আরও কমেছে উল্লেখ করা হলেও কত কমেছে তা বলা হয়নি।

২০০৭ সালে এমন চিত্র দেখা গিয়েছিল জানিয়ে প্রতিবেদনে আরও বলা হয়, সেসময় ডলারে বিপরীতে ইউয়ানের দাম নেমেছিল ৭ দশমিক ৩৫ এ।

প্রতিবেদন অনুসারে, মূলত যুক্তরাষ্ট্র ও চীনে সুদের হারের পার্থক্যের কারণে ইউয়ানের দরপতন হয়েছে। এ ছাড়াও, চীনের বাণিজ্যিক উদ্বৃত্ত ক্রমশ কমে যাওয়া ইউয়ানের দরপতনের একটি কারণ।

চীনের রপ্তানি কমে যাওয়ায় গত ৪ মাস ধরে দেশটির বাণিজ্যিক উদ্বৃত্ত কমছে।

ইউবিএস ব্যাংকের চীনা অর্থনীতিবিষয়ক বিভাগের প্রধান ওয়াং তাও মনে করেন, এ বছর চীনের রপ্তানি ৫ শতাংশ কমতে পারে।

তার মতে, বছর শেষে ডলারের বিপরীতে ইউয়ানের দাম ৭ দশমিক ১৫ হতে পারে।

ইউয়ানের দরপতনের কারণে দেশটির অর্থ বিদেশে চলে যেতে পারে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

টোকিওভিত্তিক বিনিয়োগ প্রতিষ্ঠান নোমুরার চীনা অর্থনীতি বিভাগের প্রধান তিং লু সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, ‘চীনের আবাসন ও শিল্প খাত স্থিতিশীল হলে দেশটির অর্থনীতিও স্থিতিশীল হবে।’

Exit mobile version