Site icon The Bangladesh Chronicle

১২ বছরেও পূর্ণতা পায়নি বঙ্গবন্ধু হাইটেক সিটি!

বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৯৯৯ সালে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় ২৩২ একর জমিতে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ২০১০ সালে বঙ্গবন্ধু হাইটেক সিটি প্রতিষ্ঠা করে। উদ্দেশ্য ছিল আইটি সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন করা।

হাইটেক সিটির ভিউ- ফাইল ছবি

প্রতিষ্ঠার এত বছর পরও আশানুরূপ সাফল্য পায়নি বঙ্গবন্ধু হাইটেক সিটি। ২০১৭-১৮ সালেই পূর্ণতা পাওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।

বঙ্গবন্ধু হাইটেক সিটি – ফাইল ছবি

তবে আশার কথা শুনিয়েছেন বিকর্ণ কুমার ঘোষ, ‘খুব শীঘ্রই বিদেশি আয়ের সবথেকে বড় উৎস হবে দেশের আইসিটি খাত। কোভিড আমাদের কিছুটা পিছিয়ে দিলেও এখন খুব দ্রুত গতিতে এগিয়ে চলছি।

কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি -ফাইল ছবি

দেশি-বিদেশি ৪০টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান দ্রুতই অবকাঠামো নির্মাণের কাজ শুরু করবে, এমনটাই জানিয়েছে বঙ্গবন্ধু হাইটেক সিটি কর্তৃপক্ষ।

বিশাল এই হাইটেক সিটিতে ইতোমধ্যে ৪৬০ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সাল নাগাদ এ সিটিতে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১২৬৪.৮৪ মিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে এখানে ৪১ হাজার ২৬৯ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

Exit mobile version