Site icon The Bangladesh Chronicle

১১৬ কোটি ডলারের বিনিয়োগ সম্ভাবনা

Prothom Alo

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল সোমবার আয়োজিত প্রেস ব্রিফিংয়ের এসব তথ্য জানান ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান। এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলন গতকাল শেষ হয়েছে।

রিজওয়ান রাহমান বলেন, অবকাঠামো, ওষুধ, ছাতা, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও তথ্যপ্রযুক্তি খাতে চীন, নাইজেরিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারতের উদ্যোক্তারা সরাসরি বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন। জ্বালানি, বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, ডেইরি পণ্য, চামড়া, তৈরি পোশাক, ভোগ্যপণ্য, পাট, অটোমোবাইল খাতেও বিদেশি বিনিয়োগের সম্ভাবনা আছে।

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, সপ্তাহব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে করোনাকালে বাংলাদেশের প্রস্তুতি ও সক্ষমতার বিষয়টি সারা বিশ্বের কাছে তুলে ধরা সম্ভব হয়েছে।

Exit mobile version