Site icon The Bangladesh Chronicle

হাসিনার ভারত-চীন সফরে কোনো অর্জন নেই

হাসিনার ভারত-চীন সফরে কোনো অর্জন নেই

সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন ও ভারত সফরে কোনো অর্জন নেই। এটি গতানুগতিক সফর বলেও মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দ্য মিরর এশিয়ার ঢাকা প্রতিনিধির সঙ্গে আলাপকালে এ কথা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জোটসঙ্গী জাসদের এই শীর্ষ নেতা।

হাসানুল হক ইনু বলেন, ‘চীন এবং ভারতের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের। বর্তমানে দুটো দেশের সঙ্গে মোটাদাগে আমাদের সু-সম্পর্কই বহাল আছে।’

নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা সরকার ক্ষমতায় এসেছে। ভারতেও নতুন সরকার দায়িত্ব নিয়ে কাজ শুরু করেছে। চীনেও শি জিন পিং কংগ্রেসের মধ্যদিয়ে সাত-আট মাস আগে যাত্রা শুরু করেছে।

এ অবস্থায় ভারত ও চীনের সফরটা পূর্ব নির্ধারিত এবং গতানুগতিক উল্লেখ করে ইনু বলেন, ‘বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেটা সুরক্ষা করা এবং একটু এগিয়ে নেওয়া। আর চীনের সাথেও যে সম্পর্ক আছে সেটা সুরক্ষা করা এবং আরেকটু অগ্রগতি করা।’ এর বাইরে এই সফরের আর কোনো গুরুত্ব দেখছেন না ইনু।

‘ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রী চীন সফরে গেছেন’, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই কথার সমালোচনা করে জাসদ সভাপতি বলেন, ‘এগুলো অপ্রাসঙ্গিক কথাবার্তা। কেন বলছে আমি জানি না।’

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী কারো অনুমতি নিয়ে চীন সফর করেন না। প্রধানমন্ত্রী চীন সফর সংক্ষিপ্ত করেননি। দুই-তিন মাস আগে থেকে এটা পূর্ব নির্ধারিত। চীন এবং ভারত সফর নিয়ে যে বিশ্লেষণ হচ্ছে- তা গুজব ছড়াচ্ছে।’

themirrorasia

Exit mobile version