Site icon The Bangladesh Chronicle

হাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতার শোকজ নোটিশ প্রত্যাহার

কক্সবাজার সফরকে কেন্দ্র করে দেওয়া শোকজ নোটিশ প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহসহ পাঁচ কেন্দ্রীয় নেতাকে কারণ দর্শানোর নোটিশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফাইল ছবি

শনিবার (১৬ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট সংগঠনের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহকে পৃথক শোকজ নোটিশ পাঠানো হয়েছিল।

তবে নোটিশের জবাব বিশ্লেষণ করে দেখা যায়, নেতাদের কোনো কার্যকলাপে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়নি। ফলে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে শোকজ নোটিশগুলো প্রত্যাহার করা হয়েছে। এ বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিন (৫ আগস্ট) কক্সবাজার সফরে যাওয়ার কারণে এই পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল এনসিপি।

Exit mobile version