Site icon The Bangladesh Chronicle

হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের

হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের। – ছবি : সংগৃহীত

হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের। পাকিস্তান অনুর্ধ্ব ১৯ দলের কাছে ব্যাটে-বলে আত্মসমর্পণ করেছে বাংলাদেশের যুবারা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে টাইগার যুবারা হেরেছে ৯ উইকেটে।

এ দিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। মাত্র ৫৮ রানেই টাইগার যুবারা হারিয়ে ফেলে ৬ উইকেট, ৮৮ রানে ৭টা। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ৯ উইকেটে ১৬৫ রান তুলে মাহফুজুর রহমান রাব্বির কল্যাণে। একাই এই ব্যাটার করেন ৭০ রান।

দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওপেনার আদিল বিন সিদ্দিকের ব্যাটে। ৫৭ বলে ২৩ রান করেন তিনি। আরেক ওপেনার আশিকুর রহমান ফেরেন অবশ্য ১৫ বলে মাত্র ২ রান করে৷ এক ওভার পরেই ৪ রান করে আউট হন শাহরিয়ার সাকিব। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় মোটে ২৫ রান।

এরপর আহরার আমিন ২, জাকারিয়া ইসলাম ৬ ও শিহাব জেমস ৩৯ বলে ১৫ রান করে আউট হলে ৫৮ রানেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। তবে এবার দলের হাল ধরেন মাহফুজুর। পারভেজ জীবনের সাথে ৩০, ওয়াসি সিদ্দিকির সাথে গড়েন৷ ৫৭ রানের জুটি। পারভেজ ১৯ ও ওয়াসি আউট হন ১৫ রান করে।

তবে ইতোমধ্যে ফিফটি তুলে নেন মাহফুজুর। শেষ পর্যন্ত ১০০ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন মাহফুজুর। ৫০ ওভার শেষ বাংলাদেশ তুলতে পারে মাত্র ১৬৫ রান। পাকিস্তানের হয়ে পাঁচটি উইকেট নিয়েছেন আমির হাসান।

জবাবে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়েই এ দিন ৪৪ রান তোলে পাকিস্তানের যুবারা। দলের রান তিন অঙ্ক স্পর্শ করে ২৫তম ওভারে। জোড়া ফিফটি হাঁকা৷ শাহজাইব খান ও আজান আওয়াইজ। তবে ম্যাচ শেষ করতে পারেননি শাহজাইব, ১১৬ বলে ৮৩ রানের ইনিংস খেলে আউট হয়েছেন পাকিস্তানের এই ব্যাটার।

তবে দ্বিতীয় উইকেট জুটিতে শামিলকে সাথে নিয়ে দলের জয় নিশ্চিত করেন আওয়াইজ। ৩৭.২ ওভারেই সহজ জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। আওয়াইজ অপরাজিত ছিলেন ৬৯ রানে। শামিল অপরাজিত ছিলেন ৩ রানে।

Exit mobile version