Site icon The Bangladesh Chronicle

হারে শুরু রোনালদোর ম্যানইউ’র

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে হেরে গেছে রোনালদোর ম্যানইউ – ছবি : সংগৃহীত

নতুন কোচ এরিক টেন হাগের ম্যানইউ’র সূচনা ভালো হলো না। ঘরের মাঠে ২-১ গোলে পরাজিত ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে পাসকেল গ্রোভের জোড়া গোলে ব্রাইটনের কাছে হেরে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।

ওল্ড ট্র্যাফোর্ডে আজ ব্রাইটনের হয়ে ৩০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন পাসকেল। দলের হয়ে ৩৯ মিনিটে দ্বিতীয় গোলও করেন তিনি। ম্যানইউর হয়ে অ্যালেক্স ম্যাক অ্যালিস্টার ৬৮ মিনিটে গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন।

প্রিমিয়ারে অপর ম্যাচে লিস্টার সিটি নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করে ব্রেন্টফোর্ডের বিপক্ষে। টিমোথি কাস্টেন ৩৩ মিনিটে ব্রেন্টফোর্ডকে লিড এনে দেন। গোলের সংখ্যা দ্বিগুণ করেন প্রথম হাফের ইনজুরি টাইমে কিয়ারনান ডেসবারি হল। লিস্টার সিটির হয়ে একটি গোল পরিশোধ করেন ইভান টনি ৬২ মিনিটে। জোস দাসিলভা ৮৬ মিনিটে আরেকটি গোল করলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে লিস্টার।

Exit mobile version