Site icon The Bangladesh Chronicle

হল খালি করার ঘোষণা মেনে নেব না, আন্দোলনের সমন্বয়ক সারজিস

আজ বুধবার সকালের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে আন্দোলনকারীদের একটি অংশ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, হল খালি করার ঘোষণা তাঁরা মেনে নেবেন না। দেশে কোনো মহাদুর্যোগ চলছে না যে হল বন্ধ করতে হবে।

আজ বুধবার দুপুরে কোটা সংস্কার আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের দিকে যাওয়ার সময় সারজিস এসব কথা বলেন।

অবশ্য ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি আজ সন্ধ্যা ছয়টার মধ্যে সব আবাসিক শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন, দফায় দফায় সংঘর্ষের পর গতকাল মঙ্গলবার রাতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা ও শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার বিষয়ে নির্দেশনা দিতে উপাচার্যদের চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, আন্দোলনকে স্তিমিত করার উদ্দেশ্যে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। শিক্ষার্থীরা হল ছাড়বেন না। সরকার দাবি মেনে নিলে তাঁরা আর রাজপথে থাকবেন না। ছাত্রসমাজ যৌক্তিক দাবির জন্য লড়ছে।

prothom alo

Exit mobile version