- by বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক
সীতাকুন্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ৭ জন রয়েছেন। আজ রোববার (৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুরুল আলম আশেক।
বিস্ফোরণের পর বেশ বড় এলাকাজুড়ে আগুন ছড়িয়ে পড়ে। জুম আর্থ লাইভ স্যাটেলাইটে ধরা পড়ে কনটেইনার ডিপোর অগ্নিকাণ্ড ও রাসায়নিক বিস্ফোরণের ভয়াবহতা।
গতকাল শনিবার রাত সাড়ে ৯টায় বিস্ফোরণের মধ্য দিয়ে আগুনের সূত্রপাত, যা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে ইতোমধ্যেই সেনাবাহিনী যুক্ত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন চার শতাধিক মানুষ।