Site icon The Bangladesh Chronicle

স্বস্তিতে তাসকিন, মাঠে ফিরতে চান লঙ্কা সফরে

ইশতিয়াক পারভেজ

৭ মে ২০২৫, বুধবার

সকাল ১১টা, মিরপুর স্টেডিয়ামে দাঁড়িয়ে তাসকিন আহমেদের বাবা আবদুর রশিদ। মুখে চড়া হাসি। জানালেন লন্ডন থেকে ফিরে রিহ্যাব শুরু করেছেন তার ছেলে। যদিও তার জন্য বিষয়টা নিয়মিত। ইনজুরি যে তাসকিনের জীবনের অংশ হয়ে গেছে। ছেলে এমন ফিরে আসার লড়াইটা তার বহুবারের দেখা তাইতো বললেন, ‘আল্লাহ্‌ ভরসা রিহ্যাব যখন শুরু করেছে মাঠেও ফিরবে দ্রুতই।’ এরপরই একাডেমির মাাঠে দেখা দেশের অন্যতম সেরা এই  পেসারের সঙ্গে। রানিং শেষ করে বের হতে হতেও চওড়া হাসিতে জানালেন ভালো আছেন, সবচেয়ে স্বস্তির খবর এখন আর সার্জারি লাগছে না। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ্‌, আগের চেয়ে এখন অনেক ভালো। রিহ্যাব করেই মাঠে ফিরতে পারবো। সার্জারি লাগবে না।’ উন্নত চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে তাসকিনের অন্যতম চিন্তার নাম ছিল অস্ত্রোপচার। যদি সেটি লাগতো তাহলে লম্বা সময়ের জন্য মাঠের  বাইরে চলে যেতে হতো। জানা গেছে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত তার রিহ্যাব চলবে এরপরই শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরতে চান তিনি। আপাতত নিয়মিত রিহ্যাব। সেটি শেষ হলে ম্যাচ ফিটনেস ফিরে পেতে অনুশীলন করবেন। ইনজুরির কারণে এরই মধ্যে তার খেলা হচ্ছে না আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে। এরপর দেশের মাটিতে পাকিস্তান সিরিজেও তার খেলা হবে না। তবে ঈদের পর জুনে শ্রীলঙ্কা সফরে যাবে সেখানেই মাঠে ফিরতে চান দেশের এই তারকা পেসার।

এর আগে  গেল ২৯শে এপিলে লন্ডনে চিকিৎসার জন্য দেশ ছাড়েন তাসকিন আহমেদ। তাকে সঙ্গ দিতে সেখানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। গোড়ালির পুরনো ইনজুরিতে ভুগছিলেন তাসকিন। এই কারণে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল ডানহাতি এই পেসারকে। বাদ পরনে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি সিরিজ থেকেও। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর জেমস ক্যাল্ডারের অ্যাপয়েন্টমেন্ট নেয়া হয়েছেছিল তার জন্য। পা ও গোড়ালির চিকিৎসার জন্য বিখ্যাত এই চিকিৎসক একজন অর্থোপেডিক সার্জন। তিনি পর্যবেক্ষণ করে তাসকিনকে জানিয়েছেন আপাতত রিহ্যাবই সেরে উঠবেন তিনি। লাগবে না কোনো সার্জারি। এ নিয়ে তাসকিন বলেন, ‘লন্ডনে ভালো সময় কেটেছে। স্বস্তির খবর সেখানে চিকিৎসক বলেছেন সার্জারি লাগবে না। নিয়ম মেনে চললে রিহ্যাব করেই এই ইনজুরি ম্যানেজ করা যাবে। বড় কোনো সমস্যা নেই।’ কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়ে তাসকিন বলেন, ‘বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশিষ স্যার দেখছেন বিষয়টা। যতটা শুনেছি জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত রিহ্যাব চালিয়ে যাবো। জুনে শ্রীলঙ্কা সফরে মাঠে ফিরতে চাই। সত্যি কথা বলতে পাকিস্তান যে বাংলাদেশ সফরে আসবে সেখানে খেলার ইচ্ছা ছিল কিন্তু আমি কোন ঝুঁকি নিতে চাই না। এটা করলে একটু তাড়াহুড়া হয়ে যাবে। তাই সবকিছু ঠিক থাকলে শ্রীলঙ্কার বিপিক্ষে দ্বিপাক্ষিক সিরিজই আমার লক্ষ্য। আমি একেবারে ফিট হয়েই খেলতে চাই।’ তাসকিনকে নিয়ে একই সুরে কথা বলেছেন দেবাশিষ চৌধুরীও। তিনি বলেন, ‘এটা স্বস্তির খবর যে সার্জারি লাগছে না। রিহ্যাব করে এই ইনজুরি ম্যানেজ করা সম্ভব। কবে ফিরতে পারবে সেটি আমরা সরাসরি বলতে পারি না। তবে সব কিছু ঠিক থাকলে জুনের প্রথম সপ্তাহেই তার রিহ্যাব শেষ হবে। তার মানে তিনি চাইলে খেলতে পারবেন শ্রীলঙ্কা সফরেই। সবকিছু নির্ভর করবে কত দ্রুত সে রিকভারি করতে তার উপর।’ তবে প্রশ্ন থাকলে তিনি কি লঙ্কান বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরবেন কিনা! কারণ সূচি অনুসারে ১৭ জুন সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। যদিও ধারণা করা হচ্ছে যদি বেশি ঝুঁকি নিতে না চান তাহলে হয়তো টেস্ট নয় তাকে মাঠে দেখা যেতে পারে লঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজে।

সবশেষ ঢাকা লীগে মোহামেডানের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে তিনটি করে উইকেট নেন এই পেসার। আর ধানমণ্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে নেন দুই উইকেট। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। বর্তমানে বিসিবি’র কেন্দ্রীয় চুক্তিতে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা একমাত্র ক্রিকেটার তাসকিন। জানা গেছে, তার গোড়ালির হাড় বেড়ে গিয়েছিল। এ ধরনের সমস্যায় সাধারণত পেসারদের নিয়ম মেনে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলতে হয়। আর সার্জারি লাগলে ভালো হতেও বেশ সময় লাগে। আপাতত স্বস্তির সংবাদ সার্জারি ছাড়াই মাঠে ফিরতে পারবেন তাসকিন।

Exit mobile version