Site icon The Bangladesh Chronicle

স্থায়ী জামিন পেলেন স্বাস্থ্যের সাবেক ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, ডিজি, আবুল কালাম আজাদকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। তিনি রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার অন্যতম আসামি। সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আজ রোববার, ২৩ জানুয়ারি, জামিন মঞ্জুর করে আদেশ দেন।

রোববার আদালতে হাজিরা দেন আবুল কালাম আজাদ

এর আগে গত বছরের ৭ অক্টোবর একই আদালতে আত্মসমর্পণ করেন আবুল কালাম আজাদ। ওই সময় জামিন চাইলে আদালত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ২০২০ সালের ২২ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন, দুদক। এদিন অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি তারিখ নির্ধারণ করেন আদালত।

এই মামলায় অভিযুক্ত বাকি ৫ জন হলেন— স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. আমিনুল হাসান, উপ-পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. ইউনুস আলী, সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. শফিউর রহমান এবং গবেষণা কর্মকর্তা ডা. মো. দিদারুল ইসলাম। তারা বর্তমানে জামিনে মুক্ত আছেন। আজ শুনানিকালে আদালতে উপস্থিত ছিলেন তারা। অপর অভিযুক্ত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম বর্তমানে হাজতে আছেন।

Exit mobile version