Site icon The Bangladesh Chronicle

স্কুল শিক্ষার্থীকে একসঙ্গে ৪ ডোজ টিকা

অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ করোনার টিকা প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে নেত্রকোনায়। আজ শনিবার জেলার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আবিদা বিনতে আজিজ, ১৪।

আবিদা বিনতে আজিজ

জানা গেছে, আবিদা স্থানীয় মদন শহীদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। সে মদন পৌরসভার মাহমুদপুর গ্রামের আজিজুল হকের মেয়ে। একসঙ্গে চার ডোজ টিকা দেওয়ার পর অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

টিকাদান, ফাইল ছবি

এ বিষয়ে আবিদার মা রাজিয়া সুলতানা বলেন, তার মেয়ের শরীরে ৪ ডোজ টিকা পুশ করায় অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে উল্টো খারাপ ব্যবহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মদন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হুমায়ুন কবীর। তিনি বলেন, ওই শিক্ষার্থী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসাও দেওয়া হচ্ছে।

Exit mobile version