Site icon The Bangladesh Chronicle

সৌদি প্রবাসী ৬৯ হাজার ‘রোহিঙ্গা’ পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট 

 

 

চ্যানেল 24 ডেস্ক

১৫ জুলাই ২০২৩

ছবি : সংগৃহীত

সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার ‘রোহিঙ্গা’ পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের এসব নাগরিক নানা উপায়ে বাংলাদেশ থেকে পালিয়ে সৌদিতে গেছেন। তাদের অনেকের কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকলেও মেয়াদ শেষ হয়ে গেছে। তবে পাসপোর্ট ছাড়াই সৌদিতে অবস্থান করছেন বেশিরভাগ রোহিঙ্গা।

সৌদি সরকার এসব রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশকে চাপ দিয়ে আসছে। তবে এতদিন বিষয়টি আমলে নেয়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত সৌদির শ্রমবাজারে নেতিবাচক প্রভাবসহ নানা কারনে এখন সরকারের অবস্থান অনেকটা নমনীয়।

এ নিয়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) প্রস্তুতি শুরু করলেও প্রবাসী রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট তুলে দেয়ার আগে বিষয়টি নিয়ে আরও যাচাই-বাছাইয়ে মত দিচ্ছেন সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে কঠোর গোপনীয়তারনীতি অবলম্বন করছেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা বলছেন, এসব পাসপোর্ট কেমন হবে, ধরণ কেমন হবে, কিভাবে দেয়া হবে, এ নিয়ে আরও বিস্তারিত যাচাই বাছাই হবে। ভবিষ্যতে যাতে রোহিঙ্গারা জাতীয় পরিচয়পত্র নিতে না পারে সেজন্য দেয়া হবে পৃথক নিবন্ধন নম্বর। জাতীয় তথ্যভান্ডারে বায়োমেট্রিক সংরক্ষিত থাকবে। ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট না দিয়ে, দেয়া হবে মেশিন রিডেবল পাসপোর্ট।

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : উজরা জেয়া 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান রোহিঙ্গাদের পাসপোর্ট দেয়া প্রসঙ্গে গণমাধ্যমে বলেন, তারা রোহিঙ্গা কিনা জানি না। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে ওরা অনেক আগে সৌদি গিয়েছিল। তাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন সৌদি সরকার চাপ দিচ্ছে পাসপোর্ট নবায়ন করার জন্য। একটি টিম সৌদি গেছে। এ ব্যাপারে তারা কাজ করছে।

আরও পড়ুন: রাজধানীতে যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে আজ

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২২ মার্চ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির ১০ম সভা অনুষ্ঠিত হয়। সভায় সৌদিতে বসবাসরত বাংলাদেশি পাসপোর্টধারী প্রায় ৬৯ হাজার রোহিঙ্গার পাসপোর্ট নবায়নে নানা দিক নিয়ে আলোচনা হয়। ওই সভায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব, পাসপোর্ট অধিদপ্তরের প্রতিনিধি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন

Exit mobile version