সৌদি থেকে দেশে ফিরলেন ৪৫ নারীকর্মী, রাতে ফিরছেন আরো ৬৪ জন

সৌদি থেকে দেশে ফিরলেন ৪৫ নারীকর্মী, রাতে ফিরছেন আরো ৬৪ জন

Daily Nayadiganta

সৌদি আরবের রিয়াদ ইমিগ্রেশন ক্যাম্প থেকে নির্যাতনের শিকার ৪৫ নারী দেশে ফিরেছেন। আজ বিকেল সা‌ড়ে ৫ টার দিকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। রাতে আরো ৬৪ জন নারীর দেশে আমিরাত এয়ারওয়েজ (EK 584)-এর একটি ফ্লাইটে দেশে ফেরার কথা।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরস্থ প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক তানভীর আহমেদ এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরীফুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তানভীর আহমেদ নয়া দিগন্তকে বলেন, ৪৫ জন নারীকর্মী কিছুক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছেন। এখন তাদের নিয়েই ব্যস্ত আছি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের খাবার দেয়া হচ্ছে। ইমিগ্রেশন শেষ করে তাদের পরিবারের হাতে তুলে দেয়া হবে। ৪৫ জনের মধ্যে একজন অসুস্থ বলেও জানান তিনি।

শরীফুল হাসান জানান, ফেরত আসা নারীকর্মীরা নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার হয়ে ইমিগ্রেশন ক্যাম্প ও বাংলাদেশ দূতাবাসের সেইফ হোমে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে ৪৫ জন দেশে ফিরেছেন। রাত ১১টা ২০ মিনিটে আরো ৬৪ জনের দেশে ফিরবেন।