Site icon The Bangladesh Chronicle

সৌদির প্রভাবশালী বিনিয়োগ সম্মেলনে ডাক পেলেন ড. ইউনূস

বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপিত হলো। সৌদি আরবে অনুষ্ঠিতব্য বিশ্বের অন্যতম প্রভাবশালী বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ (এফআইআই)-এ প্রথমবারের মতো আমন্ত্রণ পেলেন বাংলাদেশের কোনো সরকার প্রধান। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় এই সম্মেলনের নবম আসরে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে সৌদি যুবরাজের এই আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ।

২০১৭ সালে যাত্রা শুরু করা এই মর্যাদাপূর্ণ সম্মেলনে এবারই প্রথম বাংলাদেশকে শীর্ষ পর্যায় থেকে আমন্ত্রণ জানানো হলো, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বৈশ্বিক অর্থনীতি ও বিনিয়োগের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গত বছরও বিশ্বের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ প্রায় সাড়ে আট হাজার প্রতিনিধি এই আয়োজনে অংশ নিয়েছিলেন। একাধিক রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে এই সম্মেলন বরাবরই বিশ্ব গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে থাকে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তাকে আমন্ত্রণ জানানোর জন্য সৌদি যুবরাজকে ধন্যবাদ জানিয়েছেন এবং এই সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে ‘আশা প্রকাশ করেছেন’।

একইসঙ্গে বাংলাদেশ ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বাংলাদেশ সফরের জন্য দেওয়া আমন্ত্রণ গ্রহণ করায় প্রধান উপদেষ্টা কৃতজ্ঞতা প্রকাশ করেন। উভয় দেশের সুবিধাজনক সময়ে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

Exit mobile version