Site icon The Bangladesh Chronicle

সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ

সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণসোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল

ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যায় আলেম–ওলামা জড়ো হয়েছেন।

মঙ্গলবার সকাল নয়টা থেকে এ সম্মেলন শুরু হয়েছে। বেলা একটার দিকে সম্মেলন শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, সম্মেলনের শুরু থেকেই একেক করে বক্তব্য দিচ্ছেন কওমি মাদ্রাসা ভিত্তিক আলেমরা। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর বসে, দাঁড়িয়ে বক্তব্য শুনছেন দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতা।

সম্মেলনে শীর্ষ ওলামায়ে কেরামরা বলছেন, দেশে ইজতেমা একবার হবে, দুবার নয়। ইজতেমার মাঠ ও কাকরাইল মসজিদে সাদপন্থীদের ঢুকতে দেওয়া হবে না।

গত রোববার এক বিবৃতিতে এই মহাসম্মেলনের ডাক দেন দেশের ৪১ জন ‘বিশিষ্ট আলেম’। দেশের সর্বস্তরের আলেম–ওলামা ও ‘আপামর তাওহিদি জনতাকে’ মহাসম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সেখানে।

সেই ঘোষণায় মঙ্গলবার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে বাস ও ট্রাকে ভরে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ লোকজন সম্মেলনস্থলের দিকে যাওয়া শুরু করে। সকাল ১০টার দিকেই সোহরাওয়ার্দী উদ্যানমুখী রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে দেয় পুলিশ।

samakal

Exit mobile version