Site icon The Bangladesh Chronicle

সোয়া তিন ঘণ্টায় এক বুথে ২ ভোট

নূরে আলম জিকু, আশুগঞ্জ থেকে

(২০ ঘন্টা আগে) ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আগ্রহ নেই ভোটারদের। নেই কোন উৎসব। অনেকটাই নীরবে ভোট চলছে সরাইল ও আশুগঞ্জে। অধিকাংশ কেন্দ্র ফাঁকা। ভোট শুরুর তিন ঘণ্টায় ভোট পড়েছে ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত। এরমধ্যে বেলা ১২টা পর্যন্ত  ভোটকেন্দ্রের একটি বুথে মাত্র ২টি ভোট পড়েছে। সরজমিনে আশুগঞ্জের সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভোটারশূন্য। নির্বাচনী কর্মকর্তারা ছাড়া অন্য কোন ভোটার ভোটকেন্দ্রে দেখা যায়নি। কেন্দ্রের ৫ বুথে দেখা যায় ভোট পড়েছে মাত্র দুইটি। এই বুথে মোট ভোটার সংখ্যা ৫৪৩ জন।
প্রিজাইডিং কর্মকর্তা জানান, ভোটার উপস্থিতি কম।

Exit mobile version