Site icon The Bangladesh Chronicle

সেমিফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের

  • নয়া দিগন্ত অনলাইন
  •  ২৫ জুন ২০২৪, ১০:৪৯, আপডেট: ২৫ জুন ২০২৪, ১০:৫১

– ছবি : সংগৃহীত


বাংলাদেশের অবশ্য সব সমীকরণ শেষ, সুপার এইট থেকেই ফিরতে হচ্ছে দেশে। তবে এখন পর্যন্ত শঙ্কায় অস্ট্রেলিয়ার শেষ চার। বিপরীতে একটু একটু করে খুলছে আফগানদের সম্ভাবনার দুয়ার।

এক রশিদ খানে কাঁপছে বাংলাদেশ। যা নাড়িয়ে দিচ্ছে অস্ট্রেলিয়াকেও। বাংলাদেশ লড়ছে পরাজয় এড়াতে, আর অজিরা তাকিয়ে আছে আফগানদের হারের দিকে। রশিদ খানরা হেরে গেলেই যে অস্ট্রেলিয়া যাবে সেমিফাইনালে।

তবে জয়টা কঠিন হয়ে ওঠেছে বাংলাদেশের। রশিদ খানের একের পর এক আঘাতে বেড়িয়ে এসেছে ব্যাটিং অর্ডারের লেজ। লিটন দাস ছাড়া নেই স্বীকৃত আর কোনো ব্যাটার।

এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ১২.২ ওভারে ৭ উইকেটে ৮৩।

এর আগে, সেন্ট ভিনসেণ্টে আজ মঙ্গলবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে বাংলাদেশের বোলারদের চাপের মুখে খুব বেশিদূর দৌড়াতে পারেনি রশিদ খানের দল। ৫ উইকেটে ১১৫ রান তুলে শেষ হয় তাদের ইনিংস। জয়ের জন্য বাংলাদেশের ১১৬ রান প্রয়োজন।

Exit mobile version