Site icon The Bangladesh Chronicle

সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন ৬২৬ জন, এখন আছেন সাতজন

প্রাণ রক্ষার্থে রাজনৈতিক ব্যক্তিসহ ঝুঁকিতে থাকা বিভিন্ন পর্যায়ের সর্বমোট ৬২৬ জন নাগরিককে বিভিন্ন সেনানিবাসের অভ্যন্তরে আশ্রয় দেয়া হয়েছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। ইতিমধ্যেই পরিস্থিতির উন্নতি সাপেক্ষে তাদের মধ্যে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেছেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, গত ৫ই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এ সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় রাজনৈতিক ব্যক্তি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। এ প্রেক্ষিতে বিচারবহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবনরক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে জীবন বিপন্ন হওয়ার শঙ্কায় থাকা ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, ৫ জন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ২৮ জন পুলিশ অফিসার, ৪৮৭ জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাসহ ১২ জন ও ৫১ জন পরিবার পরিজন (স্ত্রী ও শিশু)সহ সর্বমোট ৬২৬ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয়। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ৬১৫ জন নিজ উদ্যোগে সেনানিবাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনসাধারণের পাশে আছে এবং থাকবে।

manabzamin
Exit mobile version