Site icon The Bangladesh Chronicle

সেই দোন্নারুম্মা এখন পিএসজিতে

সেই দোন্নারুম্মা এখন পিএসজিতে – ছবি : সংগৃহীত

ইউরোর পর অনেকটাই বদলে গেছে তার জীবন। গোলপোস্টের নিচে অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করেছেন ইতালির। ফাইনালের টাইব্রেকারে দুটি শট ঠেকিয়ে রীতিমতো নায়ক বনে যাওয়া গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে লুফে নিয়েছে পিএসজি। প্যারিসের এই ক্লাবটির সাথে পাঁচ বছরের চুক্তি করেছেন তিনি।

আগে ছিলেন এসি মিলানে। ফ্রি ট্রান্সফারে এবার ফ্রান্সে পাড়ি জমালেন ইতালিয়ান এই গোলরক্ষক। লিগ ওয়ানের দলটি বুধবার এক বিবৃতিতে দোন্নারুম্মার সাথে পাঁচ বছরের চুক্তির কথা জানায়।

সদ্য শেষ হওয়া ইউরোতে আসরজুড়ে পোস্টের নিচে দুর্দান্ত নৈপুন্য দেখানো দোন্নারুম্মা জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ক্লাব পযায়ে গত মৌসুমে এসি মিলানের হয়ে দারুণ খেলেছেন তিনি। লিগে তার দল হয়েছিল দ্বিতীয়। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবার দলটি জায়গা করে নেয় চ্যাম্পিয়ন্স লিগে।

২০১৬ সালে ১৭ বছর ১৮৯ দিন বয়সে জাতীয় দলের হয়ে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমে ইতালির ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলরক্ষক হওয়ার কীর্তি গড়েন তিনি। দোন্নারুম্মার বয়স এখন ২২। এবারের দলবদলে চতুর্থ খেলোয়াড় হিসেবে দোন্নারুম্মাকে দলে টানল পিএসজি। এর আগে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসসহ তিন খেলোয়াড়কে দলে টেনেছে ধনী এই ক্লাবটি।

Exit mobile version