Site icon The Bangladesh Chronicle

সেই গ্যালারিতে চার-ছক্কা হাঁকালেন লিটন

সেই গ্যালারিতে চার-ছক্কা হাঁকালেন লিটনলিটন দাস। ছবি: সংগৃহীত

লিটন কুমার দাসকে কয়েক দিন আগেই চট্টগ্রামের গ্যালারি থেকে দুয়ো দেওয়া হয়েছিল। তিনি বাউন্ডারির কাছে ঠায় দাঁড়িয়ে দেখছিলেন দর্শকদের। বিষয়টিকে নিষ্ঠুর মানসিক নিপীড়নই মনে হয়েছিল ঢাকা ক্যাপিটালের ওপেনারের কাছে।

গতকাল সেই লিটনই সমর্থকদের হৃদয় জুড়ানো ইনিংস খেলেছেন। চারটি করে চার-ছয় মেরে ৪৮ বলে ৭০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। লিটনের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৯৬ রান করেছে ঢাকা ক্যাপিটাল।

থিসারা পেরেরা ১৭ বলে ৩৭, সাব্বির রহমান রুম্মান ২১ বলে ২৪, তানজিদ হাসান ১৬ বলে ২২ রান করেন। দুটি করে উইকেট নেন টিপু সুলতান ও সামিউল্লাহ শিনওয়ারি। জবাব দিতে নেমে সিলেট স্ট্রাইকার্স ১৯০ রান করে ৭ উইকেটে। ফলে ৬ রানে ম্যাচ জিতে নেয় ঢাকা।

সিলেটের রনি তালুকদার ৪৪ বলে ৬৮ রান করেন ৯টি চার মেরে। অ্যারন জোন্স ৩৬, জাকের আলী ২৮ ও আরিফুল হক ২৯ রান করেন। দুটি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা। ঢাকা ও সিলেটের অর্জন ৪ পয়েন্ট করে।

samakal

Exit mobile version