সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার বারবার রাজি হলেও তা মানছে না। সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশের নাগরিক হত্যায় বাংলাদেশ উদ্বীগ্ন বলে জানিয়েছেন- বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
আজ শুক্রবার(২৬ জুন,২০২০)পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আবুধাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।
সীমান্ত হত্যায় উদ্বীগ্ন বাংলাদেশ
আবুধাবী থেকে বাংলাদেশের টেকসহ উন্নয়ন এর কথার পাশাপাশি বাংলাদেশে একাধিক বিনিয়োগের প্রস্তাব রয়েছে দেশটির পক্ষ থেকে।যা সামনে আরো শক্তিশালী এবং নতুন মাত্রা পাবে।
সীমান্ত হত্যায় চাই শক্ত প্রতিবাদ
মন্ত্রী আরো বলেন, মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। বাংলাদেশের পক্ষ থেকে স্থিতিশীলতার কথা বলা হবে।
প্রবাসীদের মন্ত্রী বর্তমান সময়ে সকলকে চোখ কান খোলা রেখে চলার পরামর্শ দেন।
বিগত কয়েকদিন যাবত বন্ধু দেশ ভারত-বাংলাদেশ সীমান্ত বাংলাদেশীদের রক্তে রক্তাত্ত হয়েছে।যারই প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রীর এমন মন্তব্য।ভারতের কূটনৈতিক পাড়া এবং মিডিয়ায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বক্তব্য সবসময় আলোচিত হয়।নি:সন্দেহে বিএসএফ এবং ভারতীয় প্রশাসন এ ব্যপারে সজাগ হবে বলে আশা করা হচ্ছে।যদিও এর আগে সীমান্ত হত্যাকান্ড নিয়ে ভারত-বাংলাদেশ আলোচনা হলেও,ভারত এখনো সীমান্ত হত্যার হার শূন্যের কোঠায় আনতে পারেনি।
উল্লেখ্য,বিগত ২০ বছরের হিসেবে সীমান্তে বারবার মানবাধিকার লংঘন করেছে বিএসএফ।যার দরুন অনেক বিশ্লেষক ভারত-বাংলাদেশ সীমান্তকে বিশ্বের অন্যতম বিপজ্জনক সীমান্ত হিসেবেও অভিহিত করে থাকেন