Site icon The Bangladesh Chronicle

সীমান্তে আরো দুই বাংলাদেশী হত্যা করেছে হানাদার বিএসএফ

 আমার দেশ
২৯ ডিসেম্বর ২০২২

হাতীবান্ধা সীমান্তে দুই বাংলাদেশী নাগরিক হত্যা করেছে ভারতীয় হানাদার বিএসএফ

নিজস্ব প্রতিবেদক

বিএসএফ সীমান্তে বাংলাদেশী নাগরিক হত্যা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে দুই বাংলাদেশী নাগরিক হত্যা করেছে ভারতীয় হানাদার বিএসএফ। বৃহস্পতিবার ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্তে ৮৮৮ নং মেইন পিলারের কাছে বাংলাদেশ অভ্যন্তরে এ ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশী হলেন- উপজেলার ফকিরপাড়া ইউপির পূর্ব ফকিরপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজির হোসেন মংলু (৪০) ও বড়খাতা দোলাপাড়া গ্রামের হাফিজার রহমানের ছেলে সাদিক হোসেন (২৩)। এ ঘটনায় আরো একজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যক্তি পূর্ব ফকিরপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাজু (২৫)।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রতিনিয়ত বাংলাদেশীদের গুলি চালিয়ে অথবা ধরে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। ভারত-বাংলাদেশ সীমান্তে যেভাবে ভারতীয় বিএসএফ বাংলাদেশীদের হত্যা করছে দুনিয়ার আর কোন সীমান্তে এমন হত্যা ঘটনা ঘটে না। এমনকি ভারতের সাথে নেপাল, ভুটান এবং পাকিস্তান সীমান্তে কখনো বিএসএফ হত্যা করে প্রতিবেশী দেশের নাগরিক হত্যা করার সাহস দেখায় না। একমাত্র বাংলাদেশ সীমান্ত ব্যতিক্রম। ভারতের অনুগত শেখ হাসিনার সরকার সীমান্তে হত্যার বিষয়ে কোন রকমের প্রতিবাদ না করায় প্রতিনিয়ত বিএসএফ বাংলাদেশীদের হত্যা করছে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সীমান্তে ৮৮৮ মেইন পিলারের অধীন ৮ নম্বর সাব পিলার এলাকায় তারা কাজে গিয়েছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সিতাই থানার বড় মধুসূদন বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান দুই বাংলাদেশি। পরে গুলিবিদ্ধ হয়ে নিহত দুই বাংলাদেশির লাশ নিজ বাড়িতে নিয়ে আসেন অন্যরা।

এ বিষয়ে জানতে চাইলে ৬১ বিজিবি দোলাপাড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আব্দুল জলিল কোনো মন্তব্য করতে রাজি হননি।

Exit mobile version