Site icon The Bangladesh Chronicle

সিরিজ বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

jugantor

 স্পোর্টস ডেস্ক
 ০৮ জুলাই ২০২৩

চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশনেই আজ মাঠে নামছে বাংলাদেশ। তবে তামিমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এর আগে প্রথম ওয়ানডে হেরে তিন মাচ সিরিজে ইতোমধ্যে পিছিয়ে আছেন টাইগাররা। সে কারণে দ্বিতীয় ম্যাচও হারলে সিরিজ ফসকে যাবে বাংলাদেশের হাত থেকে। এ জন্যই টাইগারদের লক্ষ্য এখন একটিই— ম্যাচ জয়।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এ ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে একটি পরিবর্তন দেখা যাবে।

ওপেনার তামিম না থাকায় তার জায়গায় একাদশে দেখা যাবে নতুন কোনো ওপেনারকে। সে ক্ষেত্রে তার জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। এ ছাড়া আগে থেকেই দলে ব্যাকআপ ওপেনার হিসেবে ছিলেন নাঈম শেখ। অবশ্য তামিমের বদলি হিসেবে ওপেনার নাঈম শেখের খেলার সম্ভাবনাই বেশি। এ ছাড়া আগের ম্যাচের বাকি সদস্যদেরও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার সংবাদ সম্মেলনে লিটন বলেছেন, ‘আমরা এখনো একটা ম্যাচ পিছিয়ে আছি, আমাদের চেয়ে এগিয়ে আফগানিস্তান। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো— আগামীকালকের (আজ) ম্যাচ, যা অবশ্যই জিততে হবে। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটি জিনিসেই মনোযোগ দিচ্ছে।’

বিপরীতে আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিও জানিয়েছেন সিরিজ জয়ের কথা। আগামীকালকের (আজ) ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান শহিদি, ‘আমরা ভালো অবস্থানে আছি। কালকের (আজ) ম্যাচ জিতলে সিরিজ ২-০ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’

Exit mobile version