Site icon The Bangladesh Chronicle

সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের, অবনতি হলো অস্ট্রেলিয়ার

সিরিজ জয়ে রেটিং বাড়লো বাংলাদেশের, অবনতি হলো অস্ট্রেলিয়ার –

সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।

সিরিজ জয়ে আইসিসির টি-টুয়েন্টি র‌্যাংকিংয়ে রেটিং বেড়েছে বাংলাদেশের। ১২ রেটিং বাড়লেও তালিকায় কোনো উন্নতি হয়নি বাংলাদেশের। ২৩৪ রেটিং নিয়ে দশম স্থানেই রয়েছে টাইগাররা। বাংলাদেশের সমান ২৩৪ রেটিং রয়েছে এই ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের। তারা আছে নবমস্থানে।

২২২ রেটিং পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে আগেভাগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল। চতুর্থ ম্যাচ অস্ট্রেলিয়া জিতলেও, জয় দিয়ে সিরিজ শেষ করে বাংলাদেশ।

তবে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারে র‌্যাংকিংএ অবনতি হয়েছে অস্ট্রেলিয়ার। একধাপ নিচে নেমে গেছে অসিরা। ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে তারা। অসিদের অবনতিতে পঞ্চম স্থানে উঠেছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং ২৪৬।

২৭৮ রেটিং নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ২৭৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে ভারত। পরের দু’টি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।
সূত্র : বাসস

Exit mobile version