স্পোর্টস রিপোর্টার
২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার
৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। টাইগার ক্রিকেটে এই সিরিজ কতোটা গুরুত্বপূর্ণ, বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে ওয়ানডে বিশ^কাপের আগে নিজ দেশে ইংলিশদের বিপক্ষে দারুণ প্রস্তুতির সুযোগ। ১লা মার্চ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তার আগে গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত হন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে এমন মহাগুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে দুই দলের লড়াই নিয়ে যতটা না কথা হয়েছে তার চেয়ে বেশি তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সম্পর্ক নিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বক্তব্য নিয়ে প্রশ্ন হয়েছে তার চেয়ে বেশি! বলার অপেক্ষা রাখে না মাঠের ক্রিকেট ছাপিয়ে এদিন ওয়ানডে অধিনায়ক তামিমকে মুখোমুখি হতে হয়েছে তার সঙ্গে সাকিবে সম্পর্কের যে দূরত্ব তা নিয়ে। যদিও এইসব কিছুর প্রভাব মাঠে পড়বে না বলেই মনে করেন তামিম। তিনি বলেন, ‘যখন আমরা বাংলাদেশ দলে খেলছি, দেশকে যখন প্রতিনিধিত্ব করছি এবং মাঠে যদি সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে নাথিং এলস ম্যাটারস মানে আসলেই নাথিং এলস ম্যাটারস। এখানে কে কী বলল, কী হলো না হলো, আমাদের সম্পর্ক কেমন, একসঙ্গে কফি খাই কি না, এগুলো কোনো ব্যাপার না, যতক্ষণ আমরা দল ও দেশের জন্য শতভাগ দিচ্ছি।’
অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রতিটি ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবেন বলে জানিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘ সিরিজ জয় নাম্বার ওয়ান মোটিভ, এছাড়া আর কিছু নেই।’ এছাড়াও দেশের উইকেট নিয়ে ওয়ানডে অধিনায়ক বলেন, ‘স্পেশাল কিছু সিরিজ থাকে, এটার মতো গুরুত্বপূর্ণ। জেতাই লক্ষ্য থাকে। ট্রু উইকেটে খেলতে পারলে ভালো। এই সিরিজের পরেও অনেক সিরিজ আছে, ওগুলোয় কেমন উইকেটে খেলবো তাও আলোচনা হয়েছে। একটা ম্যাচ চট্টগ্রামে নিয়েছি, সামনের কথা ভেবে। কারণ, বিশ্বকাপ ভালো উইকেটে হবে। তাই ইউজড টু হতে হবে। এসব ক্ষেত্রে ফলের কথা ভাবলে হবে না। এখন হয়তো আসছে না, ৩-৪-৫ মাস পর আসবে। এটা সবার বুঝতে হবে, সামনের সিরিজগুলোয়ও দেখবেন কিছু পদক্ষেপ নিবো যেন ভালো উইকেটে ভালো ক্রিকেট খেলতে পারি।’ প্রতিপক্ষ ইংল্যান্ড জানে মিরপুরের উইকেট নিয়ে। তাই তারা সেভাবেই প্রস্তুত হচ্ছে। ওয়ানডে অধিনায়ক এ নিয়ে বলেন, ‘ইংল্যান্ডও জানে কি প্রত্যাশা করতে হবে। উইকেট যেমনই হোক, ভালো খেলতে হবে। স্পিনিং উইকেটে হলে আমাদের জন্যও কঠিন। দেশের বাইরে গেলে তারাও নিজেদের শক্তির কথা চিন্তা করে। আমরাও তা-ই করি।’
ভারতের বিপক্ষে সবশেষ সিরিজ টাইগাররা জিতলেও টপ অর্র্ডারের ব্যাটারদের ব্যর্থতা নিয়ে আলোচনা কম হয়নি। এ নিয়ে তামিম বলেন, ‘ভারত সিরিজে দুই দলেরই টপ-অর্ডারে ইস্যু ছিল। বল পুরনো হলে রান করা সহজ হয় মিডল অর্ডারের জন্য। মিরপুরে নতুন বলে টপ-অর্ডারের জন্য কঠিন। চেষ্টা করতে হবে নিচের দিকে চাপ না বাড়াতে।’
দলের সঙ্গে এখনো যোগ দেননি সাকিব আল হাসান। ওয়ানডে অধিনায়ক মনে করেন সাকিব থাকলে ভালো হতো। তবে পারিবারিক কারণে তিনি এখনো যোগ দেননি। তাই তামিম জানিয়েছেন সবার আগে পরিবার। তিনি বলেন, ‘সাকিবকে শুরুতে পেলে অবশ্যই ভালো হতো। ফুল স্কোয়াড একসঙ্গে থাকতে পারলে ভালো। তবে সবকিছুর ওপরে ফ্যামিলি। ক্রিকেট পেশা, তবে ফ্যামিলির ওপরে কিছু নেই। তার ওপর আমাদের পুরো সাপোর্ট আছে। তার কিছু পারিবারিক ইস্যু আছে, আমি জানি না তা কী।’
তবে গুরুত্বপূর্ণ সিরিজের আগে ম্যাচের বাইরে যে আলোচনা তা নিয়ে অবশ্য প্রস্তুত ছিলেন তামিম। তিনি বলেন, ‘আমি প্রস্তুত ছিলাম। কালকে থেকেই প্রস্তুত ছিলাম। এত সাংবাদিক সংবাদ সম্মেলনে আগে কখনও দেখিনি। তবে প্রস্তুত ছিলাম এবং জানতাম যে এই ধরনের প্রশ্ন আসবে। ‘‘নো কমেন্টস’’ বলে এড়িয়ে যাওয়া খুব সহজ হতো আমার জন্য। বলতে পারতাম যে শুধু সিরিজ নিয়ে কথা বলি। তবে আমার কাছে মনে হয়, আমার বার্তাটিও খুব গুরুত্বপূর্ণ।’