Site icon The Bangladesh Chronicle

সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব, বিপিএল খেলা নিয়ে শঙ্কা

সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব, বিপিএল খেলা নিয়ে শঙ্কাসাকিব আল হাসান

বিপিএলে এক ম্যাচ খেলেই বিরতি টানছেন সাকিব আল হাসান। চোখের সমস্যার জন্য আরও একবার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে আজ সিঙ্গাপুরে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কবে ফিরবেন, তা জানে না তার বিপিএল ফ্যাঞ্চাইজি ক্লাব রংপুর রাউডার্স।

বরিশালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের পরই অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় তিনি সেই জায়গা (চোখের সমস্যা) থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’

বিসিবির সিনিয়র চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমে জানান, ‘একটা মতামত নিতে ও সিঙ্গাপুরে যাচ্ছে। সিঙ্গাপুরের ডাক্তার যদি ইংল্যান্ডের চিকিৎসকের সুপারিশ দেখেই চিকিৎসা করে, তাহলে বেশি সময় লাগবে না ফিরতে। ওখানে যাওয়ার পরে বোঝা যাবে। আর পরীক্ষা-নিরীক্ষা করলে একটু সময় লাগবে।’

শনিবার ফরচুন বরিশালের কাছে পাঁচ উইকেটের হার দিয়ে বিপিএলের দশম আসর শুরু করেছে রংপুর রাইডার্স। মিরপুর স্টেডিয়ামে নুরুল হাসান সোহানের নেতৃত্বে মাঠে নেমে সাকিব ব্যাট হাতে তিন বলে দুই রান করেন। বোলিংয়ে অবশ্য তিন ওভারে ১৩ রান দিয়ে দুই উইকেট পান। মঙ্গলবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচটিতে সাকিবকে পাওয়া যাচ্ছে না বলেই ধরে নেওয়া যায়। এ ছাড়া সিলেট পর্বে ২৬ ও ২৭ জানুয়ারি পরপর দুদিন ম্যাচ আছে রংপুরের। সিলেট পর্বের শুরুর দিকেও তাই অনিশ্চিত সাকিব।

Exit mobile version