Site icon The Bangladesh Chronicle

সিইসির সঙ্গে ব্যারিস্টার নাজির আহমদের নেতৃত্বে প্রবাসীদের সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার

(৫ মিনিট আগে) ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ’-এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। এ সময় স্মারকলিপি প্রদান করেন তারা। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি এ সাক্ষাৎ করেন।

এছাড়া সাক্ষাতে কমিটির অন্যতম সদস্য লন্ডন প্রবাসী ব্যারিস্টার ইকবাল হোসাইন, ব্যারিস্টার মোজাক্কির হোসাইন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব এম রহমান মাসুম উপস্থিত ছিলেন।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার অবিলম্বে পূর্ণ নিশ্চিতকরণে আন্দোলন করে আসছে ‘প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ’। তাদের দাবি তুলে ধরতে সিইসি’র সঙ্গে এ সাক্ষাৎ করেন তারা।

ঘণ্টাব্যাপী বৈঠকে নেতৃবৃন্দ দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সাড়ার পরও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগের কথা অবহিত করেন। সিইসি আন্তরিকতার সঙ্গে নেতৃবৃন্দের কথা শুনেন এবং কমিশনের আন্তরিক প্রচেষ্টাসমূহ তুলে ধরেন। বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার করার আশ্বাস প্রদান করা হয়। বৈঠক শেষে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের একটি স্মারকলিপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

পরে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) আবুল ফজল মু. সানাউল্লাহর সঙ্গে ভোটাধিকার প্রয়োগ নিয়ে কার্যকর পদক্ষেপের বিষয়ে ঘণ্টাব্যাপী বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার নাজির আহমদ বলেন, ‘দীর্ঘ আলাপে যথাক্রমে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় ও অন্যান্য কমিশনার মহোদয়কে খুবই আন্তরিক মনে হয়েছে। তবে তাদের সামনে বহুমুখী বাঁধা ও চ্যালেঞ্জ আছে। পৃথিবীর ১৪৭টি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেড় কোটি প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ ও নিশ্চিত করা চাট্টিখানি কথা নয়। আমরা প্রবাসীদের ভোটার তালিকা করার বিভিন্ন পদ্ধতি, ভোটগ্রহণের বিভিন্ন উপায় ও মাধ্যম এবং কমিশনের আরো দৃশ্যমান তৎপরতার বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেছি। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের কথা ও পরামর্শগুলো শুনেছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা স্পষ্ট করে বলেছি-গত ৫৪ বছরে রাজনৈতিক সরকারগুলো শুধু মুলা ঝুলিয়ে রেখেছিল। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। অথচ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স হচ্ছে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন। গণঅভ্যুত্থানে প্রবাসীদের অবদান ও ভূমিকা অপরিসীম। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পলিটিক্যাল কোনো ব্যাগেজ নেই। তাই বর্তমান সরকার ও নির্বাচন কমিশন যদি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করেন, তাহলে আমরা আমাদের জীবদ্দশায় সম্ভবত এই অধিকার পাবো না।’

যেকোনো মূল্যে আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের আহ্বান জানিয়ে নাজির আহমদ আরও বলেন, ‘দেশের এক দশমাংশ ভোটারদের বাদ দিয়ে বা বঞ্চিত করে গ্রহণযোগ্য ও কার্যকর নির্বাচন সম্ভব নয়।’

Exit mobile version