Site icon The Bangladesh Chronicle

সাহস নিয়ে যারা খেলবে তারাই জিতবে : ইমরুল

শুক্রবার বিপিএলের ফাইনালে বরিশালের ‍মুখোমুখি হবে কুমিল্লা। – ছবি : নয়া দিগন্ত

বিপিএলের ফাইনালে যারা সাহস নিয়ে খেলবে এবং শান্ত থাকবে, তারাই জিততে পারে শিরোপা। এমনটিই বৃহস্পতিবার বলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস।

তিনি বলেন, ‘দুইটা দলই ডিজার্ভ করে ফাইনাল খেলার জন্য। ফাইনাল ম্যাচে যারা ভালো ক্রিকেট খেলবে, আগেও বলেছি যারা সাহস নিয়ে খেলবে, অনেক শান্ত থাকবে তাদেরই সম্ভাবনা বেশি থাকবে জেতার।’

নিজ দলের বিদেশী তারকা ক্রিকেটারদের নিয়ে ইমরুল বলেন, ‘আপনি যদি আমাদের দলের দিকেও তাকান আমাদেরও অনেক বড় বড় নাম আছে। মঈন আলি, সুনীল নারাইন, ফাফ ডু প্লেসি। এদের ভেতর থেকে যদি কেউ পারফর্ম করে আমার মনে হয় না এমন কঠিন কাজ হবে। কালকে সুনীল নারাইন দেখিয়েছে, তার খেলাটা খেলেছে। এ দেখিয়ে দিয়েছে, আমাদের দলের জন্য কাজোটা সহজ হয়ে গেছে। আমি বলবো যে দল হিসেবে আমরা কেউ কারও থেকে কম না। প্রত্যেকটা দলই শক্তিশালী। কালকে মাঠে ভালো ক্রিকেট খেললে রেজাল্টটা পেয়ে যাবে।’

অধিনায়কত্ব নিয়ে ইমরুল বলেন, ‘দেখুন একটা দল যখন রেজাল্ট পায় তখন অধিনায়কের অনেক প্রশংসা হয়। আবার যখন খারাপ করে তখন অনেক কথা হয়, অধিনায়কত্ব খারাপ হয়েছে। সাকিব অবশ্যই ভালো অধিনায়ক। তার দল ভালো করছে দেখে কথা হচ্ছে। অবশ্যই এখানে যারা অধিনায়কত্ব করেছে তারা প্রত্যেকেই ভালো অধিনায়ক। দলগতভাবে ভালো খেলতে পারেনি বলে এখানে আসতে পারেনি। আমরা দল হিসেবে ভালো খেলেছি, সাকিবের দল ভালো খেলেছে বলে আজকে এখানে এসেছে। সবাই আসলে মাঠের ভেতরে অধিনায়কত্ব করার সামর্থ্য রাখে।

ট্রফি উন্মোচনে সাকিবের না থাকা নিয়ে কিছুটা আফসোস রয়েছে ইমরুলের। তিনি বলেন, ‘সাকিব আসলে আরেকটু ভালো লাগতো। জিনিসটা ভালো হতো কারণ সে অধিনায়ক একটা দলের। যেহেতু তার স্বাস্থ্যগত ইস্যু, আজকে শুনলাম তার পেটের পীড়া, তাই আসতে পারেনি। অসুবিধা নাই, কালকের ম্যাচেতো আমাদের দুজনের দেখা হবে আবার।’

Exit mobile version