Site icon The Bangladesh Chronicle

সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় গ্রেপ্তার

আরিফ খান জয়
আরিফ খান জয়ফাইল ছবি

 

সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির জনসংযোগ শাখা থেকে পাঠানো খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির বার্তায় বলা হয়, আজ সোমবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আরিফ খান জয় ২০১৪ সালে নেত্রকোনা–২ আসন থেকে আওয়ামী লীগের টিকিটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান। চার বছর এ দায়িত্ব পালনের পর ২০১৮ সালের নির্বাচনে তিনি আর আওয়ামী লীগের মনোনয়ন পাননি।

prothom alo

Exit mobile version