Site icon The Bangladesh Chronicle

সাবেক এমপি সেলিনা ইসলাম গ্রেফতার

নয়া দিগন্ত অনলাইন
সেলিনা ইসলাম |সংগৃহীত

সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১০ মে) ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাজধানী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী। তিনি কুয়েত প্রবাসী শিল্পপতি ছিলেন এবং একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হয়েছিলেন।

Exit mobile version