Site icon The Bangladesh Chronicle

সাবেক আইজিপি শহীদুলের অবৈধ সম্পদের ২ বস্তা নথি উদ্ধার

সাবেক আইজিপি শহীদুলের অবৈধ সম্পদের ২ বস্তা নথি উদ্ধারএকেএম শহীদুল হক
ঢাকা: অসাধু পন্থায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত দুই বস্তা নথিপত্র তার একজন নিকটাত্মীয়ের বাসা থেকে এই নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তার বিরুদ্ধে একটি অনুসন্ধান কার্যক্রম চলছে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুদক সূত্রে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, অনুসন্ধান কার্যক্রমের একপর্যায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) গোয়েন্দা তথ্য পায় যে, শহীদুল হক তার অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্বলিত নথিপত্র তার একজন নিকটাত্মীয়ের কাছে দুইটি বস্তায় ভরে প্রেরণ করেছেন। গোয়েন্দা তথ্যে আরও জানা যায় যে, ওই নথিপত্রসমূহ গোপন রাখার নিমিত্ত সে আত্মীয় অপর এক আত্মীয়ের বাসায় প্রেরণ করেছেন। এসব নথিপত্রে শহীদুল বেআইনিভাবে অর্জিত কোটি কোটি টাকার সম্পদের তথ্য রয়েছে, এমন তথ্য পাওয়া যায়।

তৎপ্রেক্ষিতে ১৮ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোর পর্যন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা রাকিবুল হায়াত, সহকারী পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম তল্লাশি কার্যক্রম পরিচালনা করে। তল্লাশিকালে দুইটি বস্তায় মোট ৩৮ প্রকৃতির ৪৮টি আলামত পাওয়া যায়, এর মধ্যে রয়েছে বিপুল মূল্যমানের সম্পদের দলিল, বিভিন গোপনীয় চুক্তিপত্র, ডিড অব অ্যাগ্রিমেন্ট, পাওয়ার অব পাওয়ার অব অ্যাটর্নি, সংঘ স্মারক, বন্ড, এফডিআরের ছায়ালিপি, অফার লেটার, ব্যাংক হিসাব বিবরণী ইত্যাদি।

প্রাপ্ত বিপুল পরিমাণ সম্পদের এ তথ্য অনুসন্ধান কার্যক্রমে সহায়ক হবে বিবেচনায় কমিশনের কর্মকর্তারা নিরপেক্ষ সাক্ষীর উপস্থিতিতে রাত সাড়ে ১২টায় আলামতগুলো জব্দ করে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
এসএমএকে/এএটি

Exit mobile version