Site icon The Bangladesh Chronicle

সাত বছর ভোগান্তির পর চালু হলো মেট্রোরেল, নতুন করে দিতে হবে মাশুল | Dhaka Metro Rail |

এ শহরে উন্নয়ন যাতনা যেনো শেষ হয় না। সাত বছরের ভোগান্তির পর মেট্রোরেল চালুর মধ্য দিয়ে, স্বস্তির নিশ্বাস ফেলছে মিরপুরবাসী। কিন্তু, এখন আবার নতুন করে দিতে হবে মাশুল। কারণ, ফুটপাত না রেখেই নির্মাণ করা হয়েছে স্টেশন। তাই এখন ভাঙা হবে, শেওড়াপাড়া-কাজীপাড়া-পল্লবীর ভবন আর দোকানপাটের একাংশ।

সাত বছর ভোগান্তির পর চালু হলো মেট্রোরেল, নতুন করে দিতে হবে মাশুল | Dhaka Metro Rail | Channel 24

Exit mobile version